মাস্টার ট্যাকটিশিয়ানদের খুঁটিনাটি: যাদের দারুণ উদ্ভাবনী কৌশল আধুনিক ফুটবলকে এক অনন্যমাত্রায় নিয়ে গিয়েছে

ওই ম্যাচ শেষে আক্ষেপ করে জার্মানির কোচ হানসি ফ্লিক বলেছেন, রক্ষণ ভাঙার মতো অস্ত্র তাদের হাতে নেই। তবে এও বলেছেন, জার্মানির জন্য তিনিই সঠিক কোচ, ‘আমরা কোচিং স্টাফরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমার মনে হয়, আমরা ভালোও করছি এবং দলের জন্য আমি সঠিক কোচ। জাপান ভালো দল। কিন্তু তাদের রক্ষণ ভাঙার জন্য আমাদের হাতে যথার্থ অস্ত্র নেই।’
তবে জাপানের বিপক্ষে ঘরের মাঠে জার্মানি ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী এই কোচকে বরখাস্ত করেছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতি দিয়ে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘কমিটি সম্মত হয়েছে যে, জার্মানির হতাশার ফলাফলের কারণে এখন নতুন উদ্দীপনা দরকার। আমি হানসি ফ্লিককে কদর করি। তার সহকারীদেরও। কিন্তু সবকিছুর আগে ফলাফল। সুতরাং অনিবার্যভাবে (বরখাস্তের) সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তিনি ২৫ ম্যাচে জার্মানির ডাগ আউটে ছিলেন। এর মধ্যে জিততে পেরেছেন ১২ ম্যাচে। সর্বশেষ ছয় ম্যাচের চারটিতে হেরেছে তার দল। তার অধীনে কাতার বিশ্বকাপেও জার্মানি গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল।
আজ প্রীতি ম্যাচ খেলতে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে জার্মানির ডাগ আউটে দাঁড়াবেন রুডি ভোলার। তিনি জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালক। এর আগে চার বছর জার্মানির কোচ ছিলেন। বায়ার লেবারকুসেনের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন সাবেক এই ফরোয়ার্ড। জার্মানি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক। আসরটি মাথায় রেখে নতুন কোচ নিয়োগ দিতে হবে তাদের। সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে বায়ার্নেরই সাবেক কোচ ইউলিয়ান নাগলসমান ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের নাম। এমনকি লিভারপুলের ইয়ুর্গেন ক্লপকেও রাজি করাতে ডিএফবি উঠেপড়ে লেগেছে বলে জানিয়েছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো।
লেখক- Tonmoy Shome
Comments
Post a Comment