মাস্টার ট্যাকটিশিয়ানদের খুঁটিনাটি: যাদের দারুণ উদ্ভাবনী কৌশল আধুনিক ফুটবলকে এক অনন্যমাত্রায় নিয়ে গিয়েছে

Image
ফুটবল এমন একটি খেলা যেখানে শারীরিক দক্ষতার পাশাপাশি কৌশলগত পরিশীলনও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফলশ্রুতিতে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় এই খেলায় বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য বিবর্তন হয়েছে। এই বিবর্তনটি আসলে কৌশলগত চিন্তাভাবনা এবং উদ্ভাবনের ক্রমাগত পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে দায়ী। এই বিষয়ে, আমরা কিছু আইকনিক ফুটবল মাস্টার ট্যাকটিশিয়ানদের কৌশল কাটাছেঁড়া করলেই বুঝতে পারি যে তাদের দারুণ উদ্ভাবনী কৌশলগুলো আধুনিক ফুটবলকে উল্লেখযোগ্যভাবে অনন্য এক মাত্রা দিয়েছে। তো সমগ্র ফুটবল সমর্থকদের সাথে নিয়েই তাদের ফুটবল দর্শন এবং আকর্ষনীয় বিবর্তন একটু আলোকপাত করে দেখা যাক- রাইনাস মিশেল এবং টোটাল ফুটবলের আগমন- নেদারল্যান্ডস থেকে উঠে আসা রাইনাস মিশেল 'টোটাল ফুটবল' প্রবর্তনের মাধ্যমে ফুটবল কৌশলে আমূল পরিবর্তন এনেছিলেন। এই সিস্টেমে সাধারণত খেলোয়াড়েরা ফ্লুইডলি তাদের পজিশন স্যুইচ করে থাকে, যার ফলে বল দখলে থাকাকালীন মাঠের জায়গাগুলো কিছুটা প্রসারিত হয় এবং ডিফেন্স করার সময় জায়গাগুলো আবার সংকুচিত হয়ে যায়।এটি স্পষ্ট যে মিশেলের ফ্লেক্সিবল এবং পজিশনলেস খেলার দর্শন ফুটবলে বিপ্লব ঘটিয়েছিল যা ...

জাপানি প্রযুক্তির কাছে আবারও বিকল জার্মান মেশিন



 বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ মানেই জার্মানির জন্য সেরা চারে একটা জায়গা বরাদ্দ রাখতে হতো। দাপুটে ফুটবলের মাধ্যমে জার্মানরা নিজেদের ওই পর্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত হওয়া ২০১৬ ইউরোর পর থেকেই উল্টো পথে ছুটছে দেশটির ফুটবল। রাশিয়া বিশ্বকাপ ও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় জার্মানি। গত ইউরোতেও ভালো করেনি দলটি। আগামী বছর ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ওই আসরেও দলটির ভালো করা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। কাতার বিশ্বকাপে ২-১ গোলে পরাজিত হওয়া জাপানের বিপক্ষে ঘরের মাঠ উলভসবার্গে শনিবার রাতে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল জাপান। শেষ সময়ে আরও দুই গোল করে জার্মানির দম্ভ চূর্ণ করেছে সামুরাইরা। 

ওই ম্যাচ শেষে আক্ষেপ করে জার্মানির কোচ হানসি ফ্লিক বলেছেন, রক্ষণ ভাঙার মতো অস্ত্র তাদের হাতে নেই। তবে এও বলেছেন, জার্মানির জন্য তিনিই সঠিক কোচ, ‘আমরা কোচিং স্টাফরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আমার মনে হয়, আমরা ভালোও করছি এবং দলের জন্য আমি সঠিক কোচ। জাপান ভালো দল। কিন্তু তাদের রক্ষণ ভাঙার জন্য আমাদের হাতে যথার্থ অস্ত্র নেই।’ 

তবে জাপানের বিপক্ষে ঘরের মাঠে জার্মানি ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী এই কোচকে বরখাস্ত করেছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতি দিয়ে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘কমিটি সম্মত হয়েছে যে, জার্মানির হতাশার ফলাফলের কারণে এখন নতুন উদ্দীপনা দরকার। আমি হানসি ফ্লিককে কদর করি। তার সহকারীদেরও। কিন্তু সবকিছুর আগে ফলাফল। সুতরাং অনিবার্যভাবে (বরখাস্তের) সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তিনি ২৫ ম্যাচে জার্মানির ডাগ আউটে ছিলেন। এর মধ্যে জিততে পেরেছেন ১২ ম্যাচে। সর্বশেষ ছয় ম্যাচের চারটিতে হেরেছে তার দল। তার অধীনে কাতার বিশ্বকাপেও জার্মানি গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল।

আজ প্রীতি ম্যাচ খেলতে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। এই ম্যাচে জার্মানির ডাগ আউটে দাঁড়াবেন রুডি ভোলার। তিনি জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান পরিচালক। এর আগে চার বছর জার্মানির কোচ ছিলেন। বায়ার লেবারকুসেনের সঙ্গে লম্বা সময় কাজ করেছেন সাবেক এই ফরোয়ার্ড। জার্মানি আগামী বছরের ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক। আসরটি মাথায় রেখে নতুন কোচ নিয়োগ দিতে হবে তাদের। সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে বায়ার্নেরই সাবেক কোচ ইউলিয়ান নাগলসমান ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের নাম। এমনকি লিভারপুলের ইয়ুর্গেন ক্লপকেও রাজি করাতে ডিএফবি উঠেপড়ে লেগেছে বলে জানিয়েছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

লেখক- Tonmoy Shome 

Comments

Popular posts from this blog

লিওনেল মেসি- দ্য ম্যাজিকম্যান

থিয়াগো আলমাদা- দ্য নিউ মিডফিল্ড জেম অফ আর্জেন্টিনা

মাস্টার ট্যাকটিশিয়ানদের খুঁটিনাটি: যাদের দারুণ উদ্ভাবনী কৌশল আধুনিক ফুটবলকে এক অনন্যমাত্রায় নিয়ে গিয়েছে