ফিফা বেষ্ট এওয়ার্ডঃ
এইত গত সোমবার মেসি জিতলেন ফিফার সর্বোচ্চ এওয়ার্ড "ফিফা দ্য বেষ্ট"। এই নিয়ে ৭ম বার জিতলেন মেসি। তবে সবার মুখে একই কথা মেসির ৭ টা ফিফা বেষ্ট হয় কি করে?? সে তো জিতেছে মাত্র দুইবার!!
 |
২০২২ সালের "দ্য ফিফা বেষ্ট" এওয়ার্ড হাতে মেসি |
হ্যা!! আজকের এই পোষ্টে আমরা ক্লিয়ার করব মেসির ফিফা বেষ্ট আর ব্যালন কয়টি।
 |
২০০৮ সালে রোনালদোর হাতে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার |
ফিফা প্লেয়ার অভ দ্য ইয়ারঃ
১৯৯১ সাল থেকে "ফিফা প্লেয়ার অভ দ্য ইয়ার" এওয়ার্ড টি দেয়া হচ্ছে। ২০০৯ সালে এই এওয়ার্ডটি বন্ধ করে দেয়া হয়।
প্রথমবার জিতেছিলেন জার্মান লিজেন্ড "ল্যাথার ম্যাথিউস। তারপর ক্রমান্বয়ে এই এওয়ার্ডটি প্রতি বছর দেয়া হত ২০০৯ সাল পর্যন্ত। এই এওয়ার্ডটি অবশ্য রোনালদো(১৯৯৬,১৯৯৭ আর ২০০২) আর জিদান (১৯৯৮,২০০০,২০০৩) সর্বোচ্চ যৌথভাবে জিতে। রোনালদিনহো (২০০৪-২০০৫) দুইবার জয় লাভ করে।
২০০৭ সালে কাকা জিতে নেয় এই এওয়ার্ডটি, মেসি হয় ২য় আর রোনালদো ৩য়।
২০০৮ সালে রোনালদো জয়ী হয় আর মেসি হয় ২য়। ৩য় হয় তোরেস।
২০০৯ সালে মেসি এই এওয়ার্ডটি জিতে নেয়। রোনালদো হয় ২য় আর জাভি হয় ৩য়।
 |
২০০৯ সালে মেসি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অভ দ্য ইয়ার হাতে |
ব্যালন ডি'অরঃ
১৯৫৬ সাল থেকে এই এওয়ার্ড দেয়া শুরু হয় যা এখনো চলমান। প্রথম ব্যালন ডি অর জিতেন ইংলিশ প্লেয়ার স্ট্যানলি ম্যাথিউস।তারপর একে একে স্টেফানো,লুইস সুয়ারেজ,ববি চার্ল্টন,ওমর সিভরি, ইউসেবে,লেভ ইয়েসিন, ইয়োহান ক্রুইফ, ব্যাকেনবাওয়ার,জর্জ বেষ্ট, মিশেল প্লাতিনি,জার্ড মুলার সহ আরো অনেকে।
২০০০ সালের পর এই এওয়ার্ড গুলো জিতেন লুইস ফিগো,মাইকেল ওয়েন,রোনালদিনহো,নাদভেদ, শেভচেংকো,রোনালদিনহো ক্যানেভারো ২০০৬ সাল পর্যন্ত।
২০০৭ সালে জিতে কাকা, রানার আপ হয় রোনালদো ৭ আর ৩য় হয় মেসি।
২০০৮ সালে জিতে রোনালদো,২য় হয় মেসি আর ৩য় হয় তোরেস।
২০০৯ সালে জিতে মেসি, ২য় হয় রোনালদো আর ৩য় হয় জাভি।
 |
কাকা ২০০৭ সালে |
 |
রোনালদো ২০০৮ সালে |
 |
২০০৯ সালে মেসি |
ফিফা ব্যালন ডি'অরঃ
এইখানে এসেই সবার খটকা লাগে। সেটাই ক্লিয়ার করে দিচ্ছি। ২০১০ সাল থেকে ফিফা চিন্তা করে ফ্রান্স ভিত্তিক ম্যাগাজিন এওয়ার্ড ব্যালন ডি'অর তারা দুজনে যৌথভাবে এই এওয়ার্ডটি দিবে। সেই হিসেবে ২০১০ সাল থেকে শুরু হয় এই এওয়ার্ড দেওয়া। নামটাও হয়ে যায় "ফিফা ব্যালন ডি'অর"।
২০১০-২০১১-২০১২ সালে মেসি টানা ৩ টি ফিফা ব্যালন ডি'অর জিতে। ২০১৩-২০১৪ তে রোনালদো ,২০১৫ তে আবার মেসি জিতে।
 |
২০১০ সালে ফিফা ব্যালন ডি অর হাতে মেসি |
 |
২০১১ সালে ফিফা ব্যালন ডি অর হাতে মেসি |
 |
২০১২ সালে ফিফা ব্যালন ডি'অর হাতে মেসি |
২০১৫ সালে ফিফা ব্যালন হাতে মেসি
২০১৫ সালে ফিফা ব্যালন ডি'অর এওয়ার্ডটি ফিফা আর ব্যালন ডি'অর এর যৌথভাবে শেষ এওয়ার্ড।
দ্য ফিফা বেষ্টঃ
২০১৬ সাল থেকে ফিফা ব্যালন থেকে আলাদা হয়ে এই নামে আবর্তিত হয়। যা পূর্বে "ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অভ দ্য ইয়ার" ছিল।
২০১৬-১৭ এই দুবছর রোনালদো। ২০১৮ তে মদ্রিচ, ১৯ এ মেসি, ২০২০ আর ২১ এ জিতে নেয় লেওয়ানডস্কি।
শেষ হিসাবঃ
তাইলে হিসেব করে দেখা যায় মেসির ব্যালন ডি অর ২০০৯-২০১০-২০১১-২০১২-২০১৫ -৫ টি
ফিফার এওয়ার্ডও ৫ টি (২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৫)
রোনালদোর ব্যালন ২০০৮-২০১৩-২০১৪ = ৩ টি
আর ফিফার ২০০৮-২০১৩-২০১৪= ৩ টি
আমরা জানি, ২০১৬ সাল থেকে ফিফা আর ব্যালন আলাদা হয়ে যায়।
আর ফিফা এই এওয়ার্ডটি নাম চেঞ্জ করে "দ্য ফিফা বেষ্ট" নামকরণ করে।
২০১৬ আর ২০১৭ সালে রোনালদো "দ্য ফিফা বেষ্ট এওয়ার্ড জিতেন। সেই সাথে এই দু বছর ব্যালন জিতেন।
সেই হিসেবে, রোনালদোর ফিফার ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার/ দ্য ফিফা বেষ্ট এওয়ার্ড ২০০৮,২০১৩,২০১৪,২০১৬ আর ২০১৭ = ৫ টি
আর ব্যালন ডি'অর এওয়ার্ড ২০০৮-২০১৩-২০১৪-২০১৬-২০১৭ = ৫ টি
মেসি ২০১৯ আর ২০২২ এ "দ্য ফিফা বেষ্ট" এওয়ার্ড জিতে। আর ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন জিতে নেয়।
এখন আসি হিসাব করি,
মেসির ব্যালনঃ ২০০৯-২০১০-২০১১-২০১২-২০১৫-২০১৯-২০২১ = ৭ টি ব্যালন
ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অভ দ্য ইয়ার/দ্য ফিফা বেষ্টঃ ২০০৯-২০১০-২০১১-২০১২-২০১৫-২০১৯-২০২২= ৭ টি
এখন, আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে।
হাউজ অব ফুটবলের সাথে থাকুন।
ধন্যবাদ।
Comments
Post a Comment