Posts

Showing posts from March, 2023

মাস্টার ট্যাকটিশিয়ানদের খুঁটিনাটি: যাদের দারুণ উদ্ভাবনী কৌশল আধুনিক ফুটবলকে এক অনন্যমাত্রায় নিয়ে গিয়েছে

Image
ফুটবল এমন একটি খেলা যেখানে শারীরিক দক্ষতার পাশাপাশি কৌশলগত পরিশীলনও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফলশ্রুতিতে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় এই খেলায় বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য বিবর্তন হয়েছে। এই বিবর্তনটি আসলে কৌশলগত চিন্তাভাবনা এবং উদ্ভাবনের ক্রমাগত পরিবর্তনের জন্য প্রাথমিকভাবে দায়ী। এই বিষয়ে, আমরা কিছু আইকনিক ফুটবল মাস্টার ট্যাকটিশিয়ানদের কৌশল কাটাছেঁড়া করলেই বুঝতে পারি যে তাদের দারুণ উদ্ভাবনী কৌশলগুলো আধুনিক ফুটবলকে উল্লেখযোগ্যভাবে অনন্য এক মাত্রা দিয়েছে। তো সমগ্র ফুটবল সমর্থকদের সাথে নিয়েই তাদের ফুটবল দর্শন এবং আকর্ষনীয় বিবর্তন একটু আলোকপাত করে দেখা যাক- রাইনাস মিশেল এবং টোটাল ফুটবলের আগমন- নেদারল্যান্ডস থেকে উঠে আসা রাইনাস মিশেল 'টোটাল ফুটবল' প্রবর্তনের মাধ্যমে ফুটবল কৌশলে আমূল পরিবর্তন এনেছিলেন। এই সিস্টেমে সাধারণত খেলোয়াড়েরা ফ্লুইডলি তাদের পজিশন স্যুইচ করে থাকে, যার ফলে বল দখলে থাকাকালীন মাঠের জায়গাগুলো কিছুটা প্রসারিত হয় এবং ডিফেন্স করার সময় জায়গাগুলো আবার সংকুচিত হয়ে যায়।এটি স্পষ্ট যে মিশেলের ফ্লেক্সিবল এবং পজিশনলেস খেলার দর্শন ফুটবলে বিপ্লব ঘটিয়েছিল যা ...

মেসির "ফিফা বেষ্ট" এওয়ার্ড কয়টি!! ২ টি নাকি ৭ টি?

Image
ফিফা বেষ্ট এওয়ার্ডঃ এইত গত সোমবার মেসি জিতলেন ফিফার সর্বোচ্চ এওয়ার্ড "ফিফা দ্য বেষ্ট"। এই নিয়ে ৭ম বার জিতলেন মেসি। তবে সবার মুখে একই কথা মেসির ৭ টা ফিফা বেষ্ট হয় কি করে?? সে তো জিতেছে মাত্র দুইবার!! ২০২২ সালের "দ্য ফিফা বেষ্ট" এওয়ার্ড হাতে মেসি হ্যা!! আজকের এই পোষ্টে আমরা ক্লিয়ার করব মেসির ফিফা বেষ্ট আর ব্যালন কয়টি। ২০০৮ সালে রোনালদোর হাতে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার ফিফা প্লেয়ার অভ দ্য ইয়ারঃ ১৯৯১ সাল থেকে "ফিফা প্লেয়ার অভ দ্য ইয়ার" এওয়ার্ড টি দেয়া হচ্ছে। ২০০৯ সালে এই এওয়ার্ডটি  বন্ধ করে দেয়া হয়। প্রথমবার জিতেছিলেন জার্মান লিজেন্ড  "ল্যাথার ম্যাথিউস। তারপর ক্রমান্বয়ে এই এওয়ার্ডটি প্রতি বছর দেয়া হত ২০০৯ সাল পর্যন্ত।  এই এওয়ার্ডটি অবশ্য রোনালদো(১৯৯৬,১৯৯৭ আর ২০০২)  আর জিদান (১৯৯৮,২০০০,২০০৩) সর্বোচ্চ  যৌথভাবে জিতে। রোনালদিনহো (২০০৪-২০০৫) দুইবার জয় লাভ করে। ২০০৭ সালে কাকা জিতে নেয় এই এওয়ার্ডটি, মেসি হয় ২য় আর রোনালদো ৩য়।  ২০০৮ সালে রোনালদো জয়ী হয় আর মেসি হয় ২য়। ৩য় হয় তোরেস। ২০০৯ সালে মেসি এই এওয়ার্ডটি জিতে নেয়। রোনালদো হয় ২য় আর জাভি হয় ৩য়। ২০০৯ সালে ...